গোবিন্দগঞ্জের ভূমি উদ্ধার কমিটির সাংগঠনিক সম্পাদককে বহিষ্কার
- আপডেট সময় : ১২:৪৮:১০ অপরাহ্ন, শনিবার, ১৮ নভেম্বর ২০২৩ ৭০ বার পড়া হয়েছে
দিশা সরকার,স্টাফ রিপোর্টার:– গাইবান্ধার গোবিন্দগঞ্জে সাঁওতালদের জমি অবৈধভাবে দখলসহ বিভিন্ন অভিযোগে সাহেবগঞ্জ-বাগদাফার্ম ভূমি উদ্ধার সংগ্রাম কমিটি থেকে স্বপন শেখকে স্থায়ী বহিষ্কার করা হয়েছে।
তিনি ওই কমিটির সাংগঠনিক সম্পাদক ছিলেন। এর আগে তাকে সাময়িক বরখাস্ত করে কারণ দর্শানো নোটিশ দেওয়া হয়।
সাহেবগঞ্জ-বাগদাফার্ম ভূমি উদ্ধার সংগ্রাম কমিটির সভাপতি ফিলিমন বাসকে ও সাধারণ সম্পাদক রেজাউল করিম স্বাক্ষরিত প্রেসবিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, গত ২৭ জুলাই ও ২৩ অক্টোবর কমিটির কার্যনির্বাহী কমিটির সিদ্ধান্ত মোতাবেক সংগঠন বিরোধী কর্মকাণ্ডে লিপ্ত থাকায় স্বপন শেখকে সাংগঠনিক সম্পাদক থেকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়।
তাকে কারণ দর্শানো নোটিশও দেয়া হয়। পরে গত ১৪ নভেম্বর স্বপন শেখকে কমিটির সাংগঠনিক সম্পাদকের পদ থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়।
এ বিষয়ে সাহেবগঞ্জ-বাগদাফার্ম ভূমি উদ্ধার সংগ্রাম কমিটির সভাপতি ফিলিমন বাসকে বলেন, দীর্ঘদিন থেকে স্বপন শেখ বিভিন্ন অবৈধ কর্মকাণ্ড এমনকি সংগঠনের বিরোধী কাজেও লিপ্ত ছিল।
তার বিরুদ্ধে নানা কৌশলে অসহায় সাঁতালদের আবাদি জমি ও পুকুর দখল, কাটামোড় এলাকায় বাঙালি-সাঁওতালদের জায়গায় জোরপূর্বক স্থাপনা নির্মাণ, দোকান ঘর বরাদ্দ, মাদক ব্যবসা, সমাজ বিরোধী লোকদের আশ্রয় দেয়াসহ বিভিন্ন অভিযোগের প্রমাণ পাওয়া যাওয়ায় তাকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়।
অভিযোগের বিষয়ে জানতে স্বপন শেখের মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগ করা হলে তার মোবাইল বন্ধ পাওয়া যায়